Cvoice24.com

হালদার চর কেটে জরিমানা গুনলো শান্তি ব্রিকস

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১ সেপ্টেম্বর ২০২২
হালদার চর কেটে জরিমানা গুনলো শান্তি ব্রিকস

হালদা নদীর চর কেটে ইটভাটায় মাটি যোগান দেয়ার অপরাধে শান্তি ব্রিকস নামে একটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের পশ্চিম আবুরখীলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার এ জরিমানা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশানার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। ওই ইটভাটা মালিকের নাম হিরণময় বড়ুয়া। 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার বলেন, ‘হালদা নদীর চরের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা যাতে হালদা নদীর মাটির ব্যবসাসহ কোনো অপরাধ না করে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়