Cvoice24.com

‘৭১-এ আবুরখীল ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি ’

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ৩০ এপ্রিল ২০২৩
‘৭১-এ আবুরখীল ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি ’

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমকে সম্মাননা স্মারক তুলে দেয়া হচ্ছে 

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. উত্তম কুমার বড়ুয়া বলেছেন, স্বাধীনতা যুদ্ধে, সংস্কৃতি, চিকিৎসা, ক্রীড়াঙ্গন এবং শিক্ষার মানোন্নয়নে রাউজানের আবুরখীল গ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৭১ সালে আবুরখীল গ্রাম ছিল বীর মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি। 

শনিবার (২৯ এপ্রিল) বিকালে রাউজানের আবুরখীল জনকল্যাণ সংঙ্গীত বিদ্যানিকেতনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন রাউজানের আবুরখীলের বীরত্বগাথা ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। একুশে পদকপ্রাপ্ত বরণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চলনায় প্রধান আলোচক ছিলেন অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বিজয় বড়ুয়া। 

সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, শিক্ষক হিরাধন বড়ুয়া, মৃনাল কান্তি বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, ত্রীদিপ বড়ুয়া, অলকেশ বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া, প্রফেসর মোজ্জামেল হক, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, সাংবাদিক জুয়েল বড়ুয়া প্রমুখ। 

অনুষ্ঠানে সমাজ সেবা, সংঙ্গীত চর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. উত্তম কুমার বড়ুয়াসহ ১৯ জনকে গুণীজন সম্মাননাস্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়