Cvoice24.com

পুলিশ থেকে কেড়ে অভিযুক্তকে পিটিয়ে মারলো লোকেরা

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৩
পুলিশ থেকে কেড়ে অভিযুক্তকে পিটিয়ে মারলো লোকেরা

শিবলি অপহরণের ১৩ দিন পর ছিন্ন ভিন্ন কংকাল মিলেছে রউজানে

অপহৃত কিশোরের খণ্ড খণ্ড কংকাল উদ্ধার হয়েছে রাউজানের কদলপুরের পাহাড় থেকে। ১৩ দিন ধরে নিখোঁজ থাকা কলেজছাত্র শিবলি সাদিকের অপহরণ মামলায় গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্য অনুসারে কংকাল উদ্ধার করে চট্টগ্রামের রাউজান থানা পুলিশ। এ সময় পুলিশের কাছে আটক আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে এলাকার বিক্ষুব্ধ জনতা। নিহতের নাম উমংচিং মারমা (২৬)। 

যেভাবে নিখোঁজ হন শিবলি সাদিক 
গত ২৮ আগস্ট উপজেলার কদলপুর ইউনিয়নের পাহাড় সংলগ্ন একটি মুরগীর খামার থেকে নিখোঁজ হন কলেজছাত্র শিবলি। শিবলি ওই পোল্ট্রি খামারে ম্যানেজারের কাজ করতেন। একই খামারে তার সাথে কয়েকজন আদিবাসীও কাজ করতেন। তাদের মধ্যে কোন মনোমালিন্য অথবা বিরোধের কারণে অপহরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
শিবলির পরিবার জানিয়েছে, গত দু মাস আগে সেখানে কাজ করা আদিবাসী যুবকদের সাথে শিবলির বিরোধ হয়। পরে মালিকের উদ্যোগে তাদের মিলিয়ে দেওয়া হয়। তার ঠিক দুই মাস পর অপহরণ হলেন শিবলি।
এরপর অপহরণকারীদের দাবি অনুসারে  ২ লাখ টাকা মুক্তিপণও দিয়েছিলেন সাদিকের বাবা। ১৩দিন কাটলো সাদিককে আর কখনও ফিরে পাবে না তার পরিবার। 
 

পরিবারের মামলা 
মুক্তিপণ দিয়েও সাদিককে ফিরে না পায়নি পরিবার। নিখোঁজের ১১দিন পর গত ৭ সেপ্টেম্বর সাদিকের মা বাদি হয়ে রাউজান থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতসহ ৬জনকে আসামি করা হয়। তারা হলেন উমংচিং মারমা (২৬), সুইচিংমং মারমা (২৫), অংথুইমং মারমা (২৫), উক্যাথোয়াই মারমা। 

পুলিশের অভিযান
সোমবার (১১ সেপ্টেম্বর) এজাহারে উল্লেখ করা প্রথম আসামি উমংচিং মারমা (২৬)কে গেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুসারে ছিন্নভিন্ন কংকাল উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপর বিক্ষোভ ঝাড়ে এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্ত উমংচিং-কে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি— তবে এ ব্যাপারে এখনও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

এছাড়াও এফআইআরে উল্লেখ করা ৬জনের মধ্যে আরও ২ জনকে  পার্বত্য জেলার কাউখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ২জন হলেন বেতবুনিয়া ইউপির ৬নম্বর ওয়ার্ডের উহ্লা প্রমং মারমার ছেলে ও আছুমং মারমা (২৬), কাপ্তাই থানার চিৎমরং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার উষাচিং মারমার ছেলে ঊক্যথোয়াই মারমা (১৯)। 
এ ব্যপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, অপহরণে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়