Cvoice24.com

রাউজানের নতুন ওসি মীর মাহাবুবুর রহমান

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৪
রাউজানের নতুন ওসি মীর মাহাবুবুর রহমান

চট্টগ্রামের রাউজান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মীর মাহাবুবুর রহমান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি রাউজান থানায় যোগদান করেন। 

এ সময় থানায় কর্মরত পুলিশ সদস্যরা ফুল দিয়ে নবনিযুক্ত ওসিকে বরণ করে নেন। 

মীর মাহাবুবুর রহমান বলেন, ‘আমি আগে চাঁদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ছিলাম। সেখান থেকে আমাকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে।’ এ সময় তিনি এখানকার আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে ২ সেপ্টেম্বর রাউজান থানার ওসি জাহিদ হোসেনসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়। এরপর থেকে সিদ্দিকুর রহমান (ওসি তদন্ত) অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, তাকে বদলি করে রাউজান থেকে বরিশাল রেঞ্জে নেয়া হয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: