রাউজানে গণসংহতি আন্দোলনের মানববন্ধন
সিভয়েস২৪ ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকটের সমাধানসহ বিভিন্ন দাবি নিয়ে চট্টগ্রামের রাউজানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সংগঠক মোরশেদুল আলমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকটের সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।’
হাবিবউল্লাহ রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে চান্দগাঁও থানার আহ্বায়ক ইকবাল মাসুদ, বোয়ালখালী থানার আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তিয়ার, মিটন মহাজন, জয়ন্ত দাশ জয়, আরিফ ও রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন নেতা আহমেদ শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে, মাঠ পর্যায়ে কৃষক ও উদ্যোক্তার কাছে থেকে পণ্য সংগ্রহ করার ব্যবস্থা, রেশন ব্যবস্থা চালুর মাধ্যমে দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস ও চাঁদাবাজ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।