Cvoice24.com

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবি, শিশুর মরদেহ উদ্ধার 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ২০ এপ্রিল ২০২২
সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবি, শিশুর মরদেহ উদ্ধার 

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে কাত হয়ে ডুবে যায়। 

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনিকা নামের ১২ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং আনিকার ছোট বোনও নিখোঁজ রয়েছে। 

স্পিডবোট ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার সিভয়েসকে বলেন, ‘সন্দ্বীপের গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোট কাত হয়ে ডুবে যায়। আর স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে আনিকা নামের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবে ইজারাদার ১৮ জনকে জীবিত উদ্ধারের দাবি করলেও আনিকার দুই বোনসহ এখন পর্যন্ত মোট ৩ জনের খোঁজ পাওয়া যায়নি। সেই তিনজন হলো— আদিফা, আলিভা ও সৈকত।

চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ সিভয়েসকে বলেন, গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। বাকিটা এখনো ডিটেইলস বলতে পারছি না। কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ নিচ্ছি।

 

-সিভয়েস/এসআর/পিবি

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়