Cvoice24.com

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ১৭ জুন ২০২২
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন

সম্মেলনের দীর্ঘ আড়াই বছর পর সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (১৬ জুন) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। 

জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অনুমোদিত কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন মাস্টার শাহজাহান বিএ ও সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মিশন। 

এছাড়াও সহ সভাপতি হলেন— আলাউদ্দিন বেদন, বীর মুক্তিযোদ্ধা মাযহারুল ইসলাম, রফিকুল ইসলাম, সলিমউল্লাহ সেলিম, একেএম নূরছাফা, ফখরুল ইসলাম ভেন্ডর, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম মোল্লা। ৩ যুগ্ম সাধারণ সম্পাদক- সাহেদ সারোয়ার শামীম, জামিল ফরহাদ, জিল্লুর রহমান। 

কমিটিতে আইন বিষয়ক সম্পাদক বাদল কান্তি দাশ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম পনির, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আকবর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুর রসুল হেলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফোরকান উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক আলীমুল রাজী টিটু, শিক্ষা সম্পাদক দিদারুল আলম মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক সিরাজুল মাওলা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জুলিয়া জেসমিন বাহার, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফা নাহার, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন। 

সহ দপ্তর সম্পাদক প্রণব কুমার মজুমদার, সহ প্রচার সোহরাব হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ ওমর ফারুক। 

সদস্য মাহফুজুর রহমান মিতা, শাহ আকবর হেলাল, দিলদার হোসেন রিপন, আবুল খায়ের নাদিম, এস এম আব্দুল মান্নান, আশ্রাফ উল্যা আসিফ, সালাউদ্দিন চৌধুরী, মোক্তাদের মাওলা সেলিম, নাদিম শাহ আলমগীর, সফিকুল মাওলা, জসিম উদ্দিন, ফরিদুল মাওলা কিশোর, আনোয়ার হোসেন টিটু, মোস্তফা কামাল পাশা কানু, গাজী আনিসুর রহমান, মাইন উদ্দিন ইকবাল, মিজানুর রহমান, আবু হায়দার, আলমগীর হায়াৎ, সিদ্দিকুর রহমান, আব্দুল কাদের, আবুল বশার, মোশাররফ হোসেন লিটন, আবুল কাশেম দুলাল, আলাউদ্দিন রিপন, আবু ইউসুফ লিটন, নজরুল ইসলাম নজরুল, আবু তাহের, মো. ইব্রাহীম, শফিউল আজম তুহিন, শাহ নিয়াজুল আলম, আব্দুর রহিম, আশরাফুল হক রোবেল, সাইফুল আজম, শফিকুল ইসলাম ভূঁইয়া। 

প্রসঙ্গত গত ২০১৯ সালের ৩০ নভেম্বর সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাস্টার শাহজাহান বিএকে সভাপতি ও মাইন উদ্দিন মিশনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। এরপর দীর্ঘ আড়াই বছর দলীয় গ্রুপিংয়ের কারণে এই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি জেলা আওয়ামী লীগ। দীর্ঘ আড়াই বছরের জট ভেঙ্গে গত বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দিল জেলা আওয়ামী লীগ।

সর্বশেষ

পাঠকপ্রিয়