সন্দ্বীপে ভাসানচর থেকে পালানো চার রোহিঙ্গা আটক
সিভয়েস ডেস্ক
ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. জুবায়ের হোসেন, মো. রফিক , আজিজ মোল্লা ও মো. আজিজ।
আটক রোহিঙ্গাদের বরাতে পুলিশ জানিয়েছে, নোয়াখালীর ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে সাঁতারে তারা সন্দ্বীপে চলে এসেছেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, সন্দ্বীপের মুছাপুরের ৫নং ওয়ার্ড এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আজ ভাটার সময় ভাসানচর থেকে সাঁতরে সন্দ্বীপে চলে এসেছে। বর্তমানে আটক করে নিয়ে থানায় রাখা হয়েছে। তাদেরকে পুনরায় ভাসানচরের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।