Cvoice24.com

সাতকানিয়ায় লকডাউন মানাতে ১১০ মামলা, জরিমানা দুই লাখ

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৮ এপ্রিল ২০২১
সাতকানিয়ায় লকডাউন মানাতে ১১০ মামলা, জরিমানা দুই লাখ

সাতকানিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি লকডাউন বাস্তবায়নের কঠোর অবস্থানে প্রশাসন। বিভিন্ন দোকানপাঠ খোলাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে লকডাউনের প্রথম তিন দিনেই ১১০টি মামলাসহ ২ লাখ ৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতকানিয়া নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে এই পৃথক অভিযান চালনো হয়।

অভিযানকালে উপজেলার কেরানীহাট, পৌরসভা সদর, বাজালিয়া মোটর স্টেশন, বোমাং হাট, দস্তিদারহাট, ফকিরহাট, মিঠাদিঘিসহ অনেক স্থানে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘মুদি, কাপড়, কসমেটিক, হার্ডওয়্যারের দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় এসব মামলা ও জরিমানা করা হয়। জনগণকে বাঁচাতে অবশ্যই লকডাউন মেনে চলতে হবে। এতে কোন ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।’

-সিভয়েস/জেডএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়