Cvoice24.com

এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৫, ১০ এপ্রিল ২০২১
এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলামের মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্র ক্লোন নম্বরটি ব্যবহার করে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার থেকে বিকাশে টাকা দাবি করে। 

বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) তার ব্যবহৃত দাপ্তরিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট করেছেন।

শনিবার (১০ এপ্রিল) রাতে তিনি ওই পোস্টে লিখেছেন, ‘সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া, চট্টগ্রাম এর অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন হয়েছে। কারো কাছে সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া পরিচয়ে কোন টাকা-পয়সা চাইলে তাতে কর্ণপাত না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।’

সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম সিভয়েসকে বলেন, ‘ট্রেস করার চেষ্টা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়