Cvoice24.com

পেট থেকে বের করা হলো হাজার হাজার ইয়াবা, সাতকানিয়ায় ৬ জন ধরা 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ৯ সেপ্টেম্বর ২০২১
পেট থেকে বের করা হলো হাজার হাজার ইয়াবা, সাতকানিয়ায় ৬ জন ধরা 

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ৫ হাজার ৩৯০ পিস পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা কিশোরকে আটক করেছে র‍্যাব। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী এলাকা থেকে তাদের আটক করা হয়। একই অভিযানে আরও তিন রোহিঙ্গাকে আটক করে তারা। তবে তাদের কাছে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে তাদের পেট থেকে বের করা হয় হাজার হাজার ইয়াবা। 

ইয়াবাসহ আটকরা হলো-মো. তারেক (১৯), আব্দুল শুক্কুর (২৪) ও নুর হাসান (১৪)

এছাড়া আটক অন্য তিন কিশোর হলো, বশির আহমদ (১৪), মো. আয়াস (১৩) এবং শামসুল আলম (১৪)। তারা সবাই টেকনাফের ২৪ নম্বর লেদা ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, র‍্যারের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টহল ডিউটির সময় খবর পায় হানিফ পরিবহনের একটি বাসে করে ইয়াবা পাচার হচ্ছে। তথ্যানুযায়ী হানিফ পরিবহনের বাসটি মহাসড়কের মৌলভীর দোকান জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে পৌঁছলে র‍্যাবের সংকেতে থামে। পরে র‍্যাব বাসের হেলপারের সহযোগিতায় পুরো বাসে তল্লাশি শুরু করে। 

এক পর্যায়ে বাসের শেষ প্রান্তে জে-ওয়ান থেকে জে-থ্রি পর্যন্ত সিটে তিন কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দেয়। একপর্যায়ে গ্রেপ্তার তারেক বমি করে ৯ প্যাকেট ইয়াবা বের করে দেয়। আটক অন্যান্যরাও স্বীকার করে নেয় তাদের পেটে ইয়াবা আছে। তখন রাত ৯টার দিকে তাদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। পরে চিকিৎসকের পরামর্শে এক্সরে করে পেটে ইয়াবা থাকার সত্যতা পেলে ডাক্তারের দেওয়া ওষুধ খাইয়ে ধীরে ধীরে গ্রেপ্তার আসামিদের পেট থেকে ৪ হাজার ৯৪৯ পিস ইয়াবা বের করে করে আনা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পেটের ভেতরে করে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। আজও তারা আলী হোসেন নামে এক ব্যক্তি থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য নিচ্ছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব ছয় রোহিঙ্গা কিশোরকে থানায় হস্তান্তর করেছে। এদের মধ্যে তিন কিশোর পেটে করে ইয়াবা পাচারে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবাও জব্দ করা হয়েছে। ইয়াবাসহ আটক তিন কিশোরেড বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। আর অন্য  তিন কিশোরকে ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিভয়েস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়