Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

খাগরিয়ায় দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে সাবেক-বর্তমান দুই ইউপি সদস্যের অনুসারিরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ১৮ অক্টোবর ২০২১
খাগরিয়ায় দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে সাবেক-বর্তমান দুই ইউপি সদস্যের অনুসারিরা

সাতকানিয়ার খাগরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে গোলাগুলির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার জন্য। ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য লিয়াকত আলী ও সাবেক সদস্য আব্দুস সালাম গ্রুপের অনুসারিদের মধ্যে এসব ঘটনা ঘটছে।

সংঘর্ষে ভাঙচুর করা হচ্ছে প্রতিপক্ষের ঘরবাড়ি।

সোমবার (১৮ অক্টোবর) তিনটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষের লোকজন সটকে যায়।

জানা গেছে, গতকাল রোববার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার লিয়াকত আলী অনুসারিরা সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের অনুসারিদের ঘরবাড়ি ভাঙচুর করে। এসময় আব্দুস সালাম গ্রুপের মামুন, আনোয়ারসহ তিনজনকে আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরআগে শনিবার লিয়াকত মেম্বারের ছেলে সুমন ৩ নম্বর ওয়ার্ডের আবু সৈয়দের ছেলে এস্তাফিজুর রহমানের পায়ে গুলি করে। বর্তমানে তিনিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনার ওশুল তুলতে আব্দুস সালামের অনুসারিরা আজ সোমবার দুপুরে লিয়াকত মেম্বারের অনুসারি জিয়াবুল হক, মাহবুব আলীর বাড়ি ভাঙচুর করে। এছাড়া আতঙ্ক তৈরি করতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, দুপুরের দিকে দুই পক্ষের সংঘর্ষ হলে ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় দুইজন সামান্য আঘাত পায়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছে। বিচ্ছিন্ন এলাকা হওয়ায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেতে যেতেই বিশৃঙ্খলাকারীরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ