Cvoice24.com

সাতকানিয়ায় যোগ দিলেন ওসি আবদুল জলিল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ১২ জানুয়ারি ২০২২
সাতকানিয়ায় যোগ দিলেন ওসি আবদুল জলিল

সাতকানিয়ার নতুন ওসি আবদুল জলিল

চট্টগ্রামের সাতকানিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আবদুল জলিল। 

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। উপজেলাকে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্য বিয়ে ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এরআগে তিনি লক্ষীপুর জেলার রায়পুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে তিনি  মাদক, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ও কিশোর 'গ্যাং' রোধ ও বিট পুলিশিং সভার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। 

এরও আগে তিনি চট্টগ্রামের লোহাগাড়া চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং সাতকানিয়া থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: