Cvoice24.com

সাতকানিয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩০, ১৫ জানুয়ারি ২০২২
সাতকানিয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস।

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানে যুক্ত থাকা এবং ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং অফিসারদের দেওয়া তথ্যমতে, ঠিকাদারি প্রতিষ্ঠানে যুক্ত থাকায় সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিদওয়ানুল কবিরের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া প্রাইম ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড শাখা থেকে ঋণখেলাপি হওয়ায় কালিয়াইশ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্ন এবং কর পরিশোধের কাগজপত্রাদি জমা না দেওয়ায় পশ্চিম ঢেমশার স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীনের মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া ২৫ বছর পূর্ণ না হওয়া, ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে কালিয়াইশ, খাগরিয়া, সোনাকানিয়া, পশ্চিম ঢেমশা ও সাতকানিয়া সদরের ৭ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়