Cvoice24.com

সাতকানিয়ায় অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১ মার্চ ২০২২
সাতকানিয়ায় অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

সাতকানিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার দেলোয়ার হোসেন

সাতকানিয়ায় অস্ত্রসহ দেলোয়ার হোসেন নামে ১০ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বান্দরবানের রেইচার গোয়ালিয়া ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি খাগরিয়ায় অভিযান চালিয়ে তার দেখানোমতে একটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতলব চেয়ারম্যান বাড়ির শামসুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটিতে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

সাতকানিয়া থানার ওসি তদন্ত সুজন কুমার দে বলেন, অস্ত্রসহ ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে আরেকটি মামলা করে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে আদালতে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: