Cvoice24.com

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় পেতে বিদ্রোহী দমাতে হবে আ.লীগকে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ২৫ মে ২০২২
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় পেতে বিদ্রোহী দমাতে হবে আ.লীগকে

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা আপিল শুনানি শেষে তার মনোনয়ন বাতিল করেন। অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হকের মনোনয়ন বাতিল হওয়ায় এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বি তালিকায় রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু ছালেহ এবং বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। দলীয় সিদ্ধান্ত মেনে আগামীকাল বৃহস্পতিবার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মানিক প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন আওয়ামী লীগের প্রার্থী। নইলে ভোটের মাঠে গড়াবে নির্বাচন। এতে করে দুই প্রার্থীর মধ্যে ভয়াবহ সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী বলেন, আমরা বিষয়টি নিয়ে এখনো একটি বৈঠকে আছি। এখানে আওয়ামী লীগের প্রার্থী আবু ছালেহ উপস্থিত হয়েছেন। বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকও উপস্থিত হবেন। আশা করছি দুজনের মধ্যে একটা সমঝোতা হবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়