Cvoice24.com

সাতকানিয়ায় সিলগালা দুই অবৈধ ক্লিনিক

প্রকাশিত: ২২:১১, ৫ জুন ২০২২
সাতকানিয়ায় সিলগালা দুই অবৈধ ক্লিনিক

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে দুটি অবৈধ বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। সরকারি অনুমোদন না থাকায় এ দুটি হাসপাতাল বন্ধ করে দেওয়া দেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সোমবার সকালে কেরানীহাট বাজারের সাজেদা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার এবং বাজালিয়ার  সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড নরমাল ডেলিভারী হোমে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দেন তিনি। 

এছাড়া  ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কেরানীহাট বাজারের গারাংগিয়া শাহ মজিদিয়া ফার্মেসীকে ১০ হাজার এবং মা মেডিকো ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাডা. কে এম আবদুল-আল-মামুন,স্যানিটারী ইন্সপেক্টর ছরওয়ার কামালসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও ফাতেমা তুজ জোহরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়