Cvoice24.com

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ৪ মে ২০২৩
সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড

সাতকানিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আফজলনগর এলাকায় এ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্তরা হলেন— খোরশেদ আলম (২৯) ও আবুল হোসেন (৪০)। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলায়। খোরশেদ আলমের বাবা আবু তাহের ও আবুল হোসেনের বাবা শামসুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, সোনাকানিয়া বোর্ড অফিসের পূর্ব পাশের মাঠের কৃষি জমি থেকে মাটি কাটার সময় হাতেনাতে দুজনকে  আটক করা হয়। কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় তাদর আটক করা সম্ভব হয়নি। পরে তারা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়