সাতকানিয়ায় লোভ দেখিয়ে শিক্ষার্থীকে বলাৎকার করল দোকানি
সিভয়েস ডেস্ক
সাতকানিয়ায় আমের লোভ দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌধুরী মসজিদ পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শাহাবুদ্দিন চৌধুরী বাবলার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বাবলা ওই এলাকার মৃত মোজহারুল হক চৌধুরীর ছেলে।
জানা গেছে, রাস্তার পাশে ঠুনকো ওই দোকানের নাম দিয়ে শিশুকিশোরদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটাতো অভিযুক্ত বাবলা। ইতোপূর্বেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে মীমাংসা করায় থানা পুলিশ পর্যন্ত গড়ায় নি। এতে অভিযুক্ত বাবলা অপরাধের আস্তানা বানিয়ে ফেলেছিলেন। গত মঙ্গলবারও ওই মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক দোকান ঘরে ঢুকিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। সেসময় ওই শিক্ষার্থী তাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। এরপর থেকে তাকে নানা প্রলোভনে ফেলে শুক্রবার সন্ধ্যায় আবারও কৌশলে দোকান ঘরে ঢুকিয়ে ফেলে। সেখানে বলাৎকারের ঘটনা ঘটে। পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালালেও পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আরাফাত বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি ধরতে পুলিশের টিম কাজ করছে।