সাতকানিয়ার এসিল্যান্ডকে ঘুষ প্রস্তাব, ইউপি সদস্যকে বরখাস্ত করে পদশূণ্য ঘোষণা
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাছির উদ্দীনকে বরখাস্তের পর পদশূণ্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন।
এরআগে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের জমির পাশে ফসলি জমির টপসয়েল কাটার সময় মোবাইল কোর্ট চলাকালে বাধা ও পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাসভবনে লোকজন এনে প্রভাব বিস্তারের অভিযোগে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১০ জুলাই এ সংক্রান্ত পরিপত্র জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান।