Cvoice24.com

চরতীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ১৩ আগস্ট ২০২৩
চরতীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার দ্বীপ চরতীর সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ এসে সুরতহাল করে লাশটি নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে লাশটি পাহাড়ি ঢলে অন্য কোন স্থান থেকে চরতীতে ভেসে এসেছে।

চরতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা সিভয়েসকে বলেন, ফেসবুকে লাশ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। চরতীতে নিখোঁজের কোন ঘটনা নেই, তাই ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে লাশটি ভেসে এসেছে।

বিকেল পর্যন্ত লাশের কোন পরিচয় মিলেছে কিনা তা জানতে সাতকানিয়ার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাতকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়