Cvoice24.com

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ১৪ আগস্ট ২০২৩
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সেলিম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গোলাইর পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ। 

নিহত সেলিম এঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুপুর ৩টার দিকে গাছের ডাল কাটতে গিয়ে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হন সেলিম। তখন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন না ধরায় লাইন বন্ধ করা যায়নি। ফলে দীর্ঘক্ষণ তাকে উদ্ধার করা যায়নি। বিদ্যুৎস্পৃষ্টে তিনি সেখানেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার লাশটি উদ্ধার করেন।


 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়