সাতকানিয়ায় সাঈদীর মৃত্যুতে ইন্না-লিল্লাহ লিখে পদ হারালেন ছাত্রলীগ সভাপতি
সিভয়েস প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে এবার পদ হারিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাকে সাময়িক বহিস্কারের কথা জানায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সাক্ষরে এ প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।
এতে বলা হয়েছে, 'বাংলাদেশ ছাত্রলীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়ায় কারো স্থান নেই। সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক কে সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। এই প্রেস বিজ্ঞপ্তির পর হতে তাহার কোন প্রকার কার্যক্রমের দায়ভার সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উপর বর্তাবে না।
সেই সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নিকট তাহাকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হলো।'
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেকের ফেসবুক ওয়ালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সংবাদ শেয়ার করে শোক জানানো হয়েছিল।