সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প
সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। অধিকাংশ এলাকার অভ্যন্তরিন সড়ক বিধ্বস্ত হয়ে গেছে। ফলে এসব বন্যা দূর্গত এলাকার নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যা পরবর্তী বিভিন্ন রোগ বালাই আক্রান্ত জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বন্যা দুর্গত কালিয়াইশ ইউনিয়নের দুস্থ জনসাধারনের চিকিৎসা সেবা, ওষুধ ও খাবারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এলাকার বেশ কয়েকটি যুব সংগঠন।
কালিয়াইশ সাঙ্গু ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম, প্রত্যয় একতা সংঘ ও টাইগার ক্লাব কেরানীহাট হেলথকেয়ার হসপিটাল ও এলাকার প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বৃহষ্পতিবার (১৭ আগষ্ট) উপজেলার কালিয়াইশ মাইঙ্গাপাড়া মোহাম্মদিয়া তা'লিমুল কোরআন দাখিল মাদ্রাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্পে দুস্থদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ঔষধ প্রদান করা হয়। মহিলা ও শিশুসহ প্রায় চার শতাধিক বন্যার্ত দুস্থ রোগী এ ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মুহাম্মদ হাবিব উল্লাহ কানন, ডা. জয়দেব বসাক, ডা. মোহাম্মদ শোয়েব, ডা. নাসরিন ফারজানা সনি ও ডা. প্রমিজ বড়ুয়া।
ক্যাম্পের চিকিৎসকরা জানান, এ এলাকার রাস্তা-ঘাট নষ্ট হওয়ায় মানুষের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। এ অবস্থায় গর্ভবতী মহিলা এবং বয়ষ্ক বৃদ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে বিনা চিকিৎসায় দুর্ভোগ পোহাতো হচ্ছে মানুষকে।
চিকিৎসা ক্যাম্পের উদ্যোক্তা এবং সাঙ্গু ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু ছালেহ ছিদ্দিকী বলেন, বন্যার্ত মানুষদের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং মানবিকতা কারণে অক্লান্ত পরিশ্রম করে বন্যা দুর্গত এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপন করে চিকিৎসা ও বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। তবুও চেষ্টা করেছি যাতে বানভাসি দুস্থ মানুষগুলো কিছুটা হলেও চিকিৎসা সেবা নিয়ে সুস্থ থাকতে পারে। তিনি বন্যার্ত দুস্থ মানুষের কাছে আরও বড় পরিসরে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।