বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবার পেল আর্থিক সহায়তা
সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চট্টগ্রামের সাতকানিয়া ল’য়ার্স সোসাইটির উদ্যোগে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাতকানিয়া ল’য়ার্স সোসাইটির উপদেষ্টা জহির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী, সহসভাপতি আবুল কাসেম চৌধুরী, প্রচার সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী, উপদেষ্টা জাহাঙ্গীর বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত চৌধুরী শাহরিয়ার, দেলোয়ার হোসেন, সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মোর্শেদ, সাতকানিয়া ল’য়ার্স সোসাইটির সদস্য হাফিজুল ইসলাম, মিজানুর রহমান ও শওকত হোসেন চৌধুরী প্রমুখ।