Cvoice24.com

সাতকানিয়ায় বন্যা দুর্গতদের ত্রাণ দিল গ্লোবাল ওয়ান

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২১ আগস্ট ২০২৩
সাতকানিয়ায় বন্যা দুর্গতদের ত্রাণ দিল গ্লোবাল ওয়ান

চট্টগ্রামের সাতকানিয়ায় এনজিও সংস্থা গ্লোবাল ওয়ান সম্প্রতি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সোমবার সকালে কালিয়াইশ ইউনিয়নের প্রথম পর্যায়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে উপজেলা আরও কয়েকটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে।

সংস্থার হেড অব লজিস্টিক এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মো. রমজান আলী জানান, উপজেলা প্রশাসন কর্তৃক দেয়া তুলনামূলকভাবে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর তালিকা দেয়া হয়েছে। সেমতে সংস্থার পক্ষ থেকে পর্যায়ক্রমে তালিকা দেখে ওইসব ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক পর্যায়ে কালিয়াইশ ইউনিয়নের ২শ’ ৩৪ পরিবারকে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৪ কেজি চিড়া, ২ কেজি মশুর ডাল, ১ কেজি মুড়ি, একটি ২৫ লিটারের বালতি, ৫ লিটার মিনারেল ওয়াটার,  ১ লিটার সয়াবিন তেল, ২টি লাক্স সাবান ও ২টি হুইল সাবান, ১টি টুথ পেষ্ট, ২টি টুথ ব্রাশ ও ১টি স্যানিটারি প্যাড। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কালিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আহমদ, সাতকানিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন, গ্লোবাল ওয়ানের হেড অব লজিস্টিক এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মো. রমজান আলী, কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন, কাজী নজরুল ইসলামসহ এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: