সাতকানিয়ায় ধরা পড়লো আরও এক ভুয়া ডেন্টিস্ট
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় আরও এক ভুয়া চিকিৎসক ধরা পড়েছে। ডেন্টিস্ট পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় মো. সোহাইল নামে ওই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এর আগে ৯ জুলাই আরেকটি অভিযানে ভুয়া ডাক্তারির অপরাধে বিধান ধর নামে একজনকে ৩০ হাজার টাকা, একই অপরাধে ডেইজী রানী নামে একজনকে ২০ হাজার টাকা এবং ভুয়া ডেন্টিস্টের ভুয়া পদবী ব্যবহারে শাহ মজিদিয়া ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারীকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এদিকে সোমবারের (২১ আগস্টের) একই অভিযানে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখায় ২০ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় কুরিয়ার২৪ নামে এক প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ হাজার টাকা জরিমানা করেন।
বিভিন্ন অনিয়মে উপজেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।