Cvoice24.com

সাতকানিয়ায় খাস জমি উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ২৩ আগস্ট ২০২৩
সাতকানিয়ায় খাস জমি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে দখল হওয়া ৯ শতক খাস জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এসময় সাতকানিয়া থানার পুলিশ সদস্য, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, অভিযানে মনেয়াবাদ মৌজায় ১ নম্বর বিএস খাস খতিয়ানভূক্ত ৯ শতক জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া তফশিলভূক্ত জমিতে পরবর্তীতে অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: