Cvoice24.com

বিকেলে প্রতিমন্ত্রীর আল্টিমেটাম, সন্ধ্যায় ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:০০, ২২ জুন ২০২৪
বিকেলে প্রতিমন্ত্রীর আল্টিমেটাম, সন্ধ্যায় ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া রাস্তার মাথা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বরাতে পুলিশ বলছে, পথচারীদের চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইলসহ মালামাল ছিনতাই করত তারা।

গ্রেপ্তাররা হলেন— নাজমুল ইসলাম ইমন (২১),  মো. সাঈদ হোসেন রানা (২০) ও আবীর মাহমুদ শাওন।

এদের মধ্যে ইমন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচুয়া সিকদার বাড়ির মো. ইসলামের ছেলে। রানার বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে। ঠাকুরদীঘি সরোয়ারের বাড়ির মোহাম্মদ আলীর ছেলে রানা এবং শাওন কেঁওচিয়ার পূর্ব মাদারবাড়ড়ি এলাকার মো. আমিনের ছেলে।

এর আগে, একইদিন বিকেলে সাতকানিয়ার কেরানীহাটে এক অনুষ্ঠানে পুলিশ প্রশাসনকে কিশোর গ্যাংয়ের উৎপাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৫ দিনের আল্টিমেটাম দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘১৫ দিনের মধ্যে এই এলাকাকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করতে না পারলে আপনাদের এখানে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বারবার বলা হয়, তারপরও আপনারা কেন ব্যবস্থা নেন না? কী কারণে নেন না? কোন উদ্দেশ্যে নেন না? কার কথায় নেন না? আমি জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘১৫ দিনের মধ্যে এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, তাহলে আমি মনে করব আপনারা অন্য কারও এজেন্ডা বাস্তবায়ন করছেন। সুতরাং আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি এখন মন্ত্রী। আপনাদের নির্দেশ দিচ্ছি, ১৫ দিনের মধ্যে সাতকানিয়াকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করতে হবে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: