Cvoice24.com
corona-awareness

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ১ এপ্রিল ২০২১
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদার হাট বাইপাস সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ফৌজদারহাট-বায়োজিদ বোস্তামী সড়কের (বাংলা বাজার অংশে) ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম সীতাকুণ্ড উপজেলার পুর্ব মুরাদপুরের পেশকার পাড়া এলাকার মো. কবির উদ্দিনের পুত্র।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস আই বাবুল সিভয়েসকে বলেন, ‘নিহত জসিম মোটর সাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে ফেরার পথে ফৌজদারহাট-বায়োজিদ সড়কে একটি ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেই। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করি। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়