Cvoice24.com

সীতাকুণ্ডের কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস

প্রকাশিত: ১৪:০৫, ২৮ এপ্রিল ২০২১
সীতাকুণ্ডের কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

কৃষক আব্দুল খালেকের ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকার্মীরা

দেশে চলমান লকডাউনে বিপাকে পড়া অসহায় কৃষকের ধান কেটে দিল সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামে প্রায় ৫২ শতক জমির ধান কেটে বাড়িতে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 
  
জানা যায়, করোনা প্রতিরোধে দেশে চলমান লকডাউনে বিপাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গ্রামাঞ্চলের খেটে খাওয়া কৃষকও চরম বিপাকে তার ফসল নিয়ে। 

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ ঘোষণা দেয় অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর। ঘোষণাটি নজরে পড়ায় উপজেলার অনন্তপুর গ্রামের কৃষক আব্দুল খালেক সংগঠনটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। 

এরপরই তীব্র রোদের মধ্যেও আব্দুল খালেকের ৫২ শতক জমির ধান কাটতে নেমে পড়েন সীতাকুণ্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সহযোগীতা করে বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানের নেতৃত্বে একঝাক তরুণ সেই ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। 

ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের এমন কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান অনেকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়