Cvoice24.com

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে গ্যাস সিলিন্ডারের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২১
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে গ্যাস সিলিন্ডারের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজা ভাঙার কারখানায় গ্যাস সিলিন্ডারের আঘাতে মোহাম্মদ আলী নাজিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সাগর উপকূলের মাস্টার কাসেমের মালিকানাধীন ‘মাদার স্টিল’শিপব্রেকিং ইয়ার্ড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী নাজিম উপজেলার কুমিরা ইউনিয়নের হাজিপাড়ার মৃত জানে আলমের ছেলে।
 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ১০টার দিকে স্ক্র্যাপ জাহাজের মালামাল কিনতে মোহাম্মদ আলী ওই কারখানায় যান। তিনি যেখানে মালামাল দেখছিলেন, সেখানে পাশেই কিছু শ্রমিক অক্সি–এসিটিলিন শিখার সাহায্যে জাহাজ কাটছিলেন। এসময় একটি গ্যাস সিলিন্ডারের মুখ থেকে পাইপ খুলে যায়। এক পর্যায়ে গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাক থেকে প্রায় ১৫০ ফুট দূরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী নাজিমের মুখে গিয়ে আঘাত করে সিলিন্ডারটি। বোতলের প্রচণ্ড আঘাতে ওই ব্যক্তির মুখ থেঁতলে গিয়ে গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

-সিভয়েস/আইএইচ/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়