Cvoice24.com

গভীর জঙ্গলে পথহারা বৃদ্ধের ৯৯৯ এ ফোন, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ১৫ জানুয়ারি ২০২২
গভীর জঙ্গলে পথহারা বৃদ্ধের ৯৯৯ এ ফোন, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

উদ্ধার হওয়ার পর পুলিশের সাথে মামুন চৌধুরী

সীতাকুণ্ডের ৫৫ বয়সী মামুন চৌধুরী। শুক্রবার বিকেল ৪টায় পাশের বারৈয়াঢালার জঙ্গলে ঘুরতে গিয়ে ঢুকে পড়েন গহিনে। সন্ধ্যায় ঘোর অন্ধকারে বের হয়ে আসার পথ হারিয়ে আতঙ্কিত হয়ে ওঠেন তিনি। মোবাইলে তার মেয়ে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হন বাবাকে জঙ্গলের সঠিক ঠিকানা খুঁজে দিতে। শেষমেষ ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে নিরাপদে বৃদ্ধকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১ টায় পাশ্ববর্তী ভুজপুরের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বৃদ্ধ সীতাকুণ্ডের ৯ নং ওয়ার্ড রহমত নগর চৌধুরী বাড়ীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সিভয়েসকে বলেন, ' ৯৯৯ কল পেয়ে আমরা এক বৃদ্ধকে টানা ১০ ঘন্টা স্থানীয়দের সহযোগিতায় অন্য থানা ভুজপুর এলাকার গভীর জঙ্গল থেকে নিরাপদে উদ্ধার করি।'

সর্বশেষ

পাঠকপ্রিয়