Cvoice24.com

সাগর থেকে ৩০ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ, একজনকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২ জুলাই ২০২২
সাগর থেকে ৩০ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ, একজনকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে পাতানো ৩০ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। একইসঙ্গে নিষিদ্ধ সময়ে সাগরে নিষিদ্ধ সময়ে জাল পাতার অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোষ্ট-গার্ড (ভাটিয়ারি) সিসি মোকলেসুর রহমান, নৌ-পুলিশ কুমিরার  এস আই মো. হালিম এবং তথ্য সংগ্রহকারী রাসেল, মাজহারুল, সাদেক, রুবেল, জাফর, সাবরিনা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী বলেন, নিষিদ্ধ সময়ে সাগরে মাছ আহরণকারীদের বিরুদ্ধে আমরা তৎপর। নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজ সাগর থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সেসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ভাটিয়ারির একটি ঘাট থেকে ১৫ কেজি মাছ সামুদ্রিক মাছ জব্দ করে নিলামে তুলে বিক্রি করে দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়