সীতাকুণ্ডে ৭৩ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা অর্ধ লাখ
সিভয়েস প্রতিবেদক

শব্দ দূষণ রোধে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে গাড়ির শব্দ দূষণ রোধে ২৩টি মামলায় ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ৬০টি গাড়ি থেকে মোট ৭৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম।
এছাড়া অভিযানে আরও উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট মো. হোযায়ফাহ সরকার, সহকারী বায়োকেমিস্ট কেমিস্ট কামাল হোসেন, সীতাকুণ্ড থানার পুলিশ ফোর্স এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের কর্মচারীবৃন্দ।