Cvoice24.com

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত ১৮

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ৪ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত ১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১৮ জন।

শনিবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিহত তিনজনের মধ্যে দুইজন হলেন— শামসুল আলম (৬৫) এবং মো. ফরিদ (৩৩)। বাকি একজনের নাম জানা যায়নি। এছাড়া আহত ১৮ জন হলেন— মো. ফোরকান (৩৩), মো. নুর হোসেন (৩০), আ. মোতালেব (৫২), মো. আরাফাত (২২), মাকসুদুল আলম (৬০), মো. ওসমান (৪৫), মো. সোলায়মান (৪০), মো. রিপন (৪০), মো. আজাদ (২২), রিপন (৬০), নারায়ন ধর (৬৪), মো. জসিম (৫০), ফেন্সী (২৬), মো. জাহেদ (৩০), মুবিবুল হক (৪৫), রোজি বেগম (২০) এবং মাহিন শাহরিয়ার (২৬)।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়