Cvoice24.com

ঋণের মামলায় শিপইয়ার্ড মালিক গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ২ মে ২০২৩
ঋণের মামলায় শিপইয়ার্ড মালিক গ্রেপ্তার

গ্রেপ্তার শিল্পপতি আশরাফ উদ-দৌলা

ঋণ খেলাপির মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকার্স ইয়ার্ডের মালিক শিল্পপতি আশরাফ উদ-দৌলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মে) ভোররাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি কতটাকার ঋণ খেলাপি তা তাৎক্ষণিক জানা যায়নি। 

শিল্পপতি আশরাফ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আশরাফ উদ-দৌলা কদমরসুল এলাকার আলহাজ আমির হোসেন মাস্টারের বাড়িতে অবস্থান করছেন। পরবর্তীতে থানার এসআই মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ ১২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়