Cvoice24.com

সীতাকুণ্ডে নতুন ইউএনওর সঙ্গে  সাপ্লায়ার সমিতির মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ৩১ আগস্ট ২০২৩
সীতাকুণ্ডে নতুন ইউএনওর সঙ্গে  সাপ্লায়ার সমিতির মতবিনিময়

সীতাকুণ্ডে সম্প্রতি যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেছে উপজেলা কনস্ট্রাকশন সাপ্লায়ার সমিতির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে সাপ্লায়ার সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন ও স্বাগত জানান সমিতির নেতৃবৃন্দ।

সাপ্লায়ার সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর আমাদের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পারস্পরিক পরিচয় এর পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখা ও যেকোনো সমস্যায় উনার সহায়তা কামনা করি আমরা। তিনিও আমাদের কাছে যেখানে সেখানে মালামাল না রাখা, সরকারি কোন কাজে মালামাল প্রয়োজন হলে দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা সহ আমাদের কাছে কিছু সহায়তা কামনা করেন। আমরাও আমাদের সাধ্যমত যেকোনো সময় উনাকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাপ্লায়ার সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আজম, সদস্য আলাউদ্দিন, জসীমউদ্দীন, শহিদুল ইসলাম সোহেল, আজম খান, সাইফুল ইসলাম মেম্বার, মো. হাসান, টিটু ও রিপন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়