Cvoice24.com

বাসের ধাক্কায় নারীর মৃত্যু সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
বাসের ধাক্কায় নারীর মৃত্যু সীতাকুণ্ডে

সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় মায়া নন্দী (৭০) নামে এক নারী নিহত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। তিনি পৌরসভার মহাদেবপুরের নামার বাজার এলাকার মৃত সুনীল নন্দীর স্ত্রী।

নিহতের ছেলে সরোজ নন্দী জানান, হাসপাতাল গেট সংলগ্ন একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন তার মা মায়া নন্দী। আজ সকালে কাজে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি অজ্ঞাত বাসের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাত হোসেন বলেন, নিহত নারীর ছেলের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় অনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: