Cvoice24.com

‘সংস্কৃতির অঙ্গনে বীর চট্টলার অবদান অনেক’

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ২৩ ডিসেম্বর ২০২১
‘সংস্কৃতির অঙ্গনে বীর চট্টলার অবদান অনেক’

নাট্যকলা বিভাগ আয়োজিত ৫ম নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

চট্টগ্রামের মাটি অনেক উর্বর। এখান থেকে অনেক গুনী মানুষের জন্ম হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে বীর চট্টলার বিরাট একটা অবদান রয়েছে বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগ আয়োজিত ৫ম নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, কলা ও মানববিদ্যা অনুষদ ডিন মহিবুল আজিজ। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এখন আমাদের সঙ্গীত, নাটক, নৃত্য এগুলো চর্চার সাথে আমাদের যোগাযোগ কমে গেছে। এখনকার প্রজন্ম ফেইসবুক আর ইউটিউবে আসক্ত। সেই জায়গাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান রাখার যথেষ্ট সুযোগ এবং দায়িত্ব রয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চকে সামগ্রিকভাবে উন্নত করতে সব ধরণের সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন তিনি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়