Cvoice24.com

চবিতে সিক্সটি নাইনের কর্মীকে বিজয় গ্রুপের মারধর, ক্যাম্পাসে উত্তেজনা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ১২ জানুয়ারি ২০২২
চবিতে সিক্সটি নাইনের কর্মীকে বিজয় গ্রুপের মারধর, ক্যাম্পাসে উত্তেজনা

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজয় গ্রুপের কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে। 

সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মারধরে আহত সিক্সটি নাইন গ্রুপের কর্মী বিশ্বজিৎ বৌদ্ধনীল সংস্কৃত বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। সিক্সটি নাইন গ্রুপের দাবি, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দায়িত্বপ্রাপ্ত তিন কেন্দ্রীয় নেতার বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক সফরে আসাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিজয় গ্রুপ।

এ ঘটনার পর উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিক্সটি নাইন গ্রুপ শাহজালাল ও বিজয় গ্রুপ সোহরাওয়ার্দী হলে অবস্থান করতে দেখা যায়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছে শুনেছি। কে বা কারা করেছে তা জানার চেষ্টা করছি।

বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, ওরা আমাদের জুনিয়র কর্মীদের উস্কানি দিচ্ছে। আমাদের কর্মীরা কথা বলতে গেলে তারা হাতাহাতি করে। তবে বিজয় গ্রুপের কর্মীরা কাউকে ইচ্ছাকৃত মারধর করেনি।

কেন্দ্রীয় নেতাদের বিষয়ে তিনি বলেন, আমরা চাচ্ছি আমাদের অভিভাবক কেন্দ্রীয় নেতারা যাতে ক্যাম্পাসে আসে। কেন্দ্রীয় নেতারা আসলে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা হবে। কিন্তু তারা সেটা চাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো কবির হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে হালকা ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত।

সর্বশেষ

পাঠকপ্রিয়