Cvoice24.com

চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে উত্তাল ক্যাম্পাস

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ১৩ জানুয়ারি ২০২২
চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। এতে চবি ছাত্রলীগের বেশ কয়েকটি উপ-পক্ষের কর্মীরা অবস্থান করেন। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শতাধিক নেতাকর্মী মূল ফটকে জড়ো হয়ে বিভিন্ন প্লেকার্ড হাতে এ দাবি জানান।

এদিন দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল। আর এমন বিষয়কে কেন্দ্র করে গতকাল রাত থেকে ক্যম্পাস জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। ঘটেছে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও।  

আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দুই সদস্যেই চলছে চবি ছাত্রলীগের কমিটি। আমরা কমিটি পূর্ণাঙ্গের দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছে। আমরা চাই পড়াশোনা শেষ করার আগে ছাত্রলীগের একটি পরিচয় পেতে। 

কেন্দ্রীয় দুই নেতা আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলে পরে তারা ফিরে যান।  

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, কেন্দ্রীয় নেতারা আশ্বাস দিয়েছেন আগামী ২৫ জানুয়ারির মধ্যে কমিটির বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। সব কিছু ঠিকঠাক হলে খুব দ্রুত কমিটি পূর্ণাঙ্গ হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়