Cvoice24.com

চবিতে নিম্নআয়ের মানুষের মাঝে আ জ ম নাছিরের ঈদ উপহার 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২৮ এপ্রিল ২০২২
চবিতে নিম্নআয়ের মানুষের মাঝে আ জ ম নাছিরের ঈদ উপহার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বসবাসরত ৩৫০ জন রিকশা সমিতি ও সিএনজি অটোরিকশা সমিতির সদস্য ও অসহায়দের মাঝে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট, রেলস্টেশন, এক নম্বর গেইট, মদনহাট ও জামতল এলাকায় এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন চবির কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি।

এব্যাপারে জাহাঙ্গীর আলম জনি জানান, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে প্রতি বছর ঈদে আমাদের এলাকার গরীব মানুষদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এবারও গরীব মানুষের পাশাপাশি মসজিদ ও মাদ্রাসায় সহায়তা প্রদান করা হয়েছে।

সিভয়েস/এএ

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়