Cvoice24.com

চুলার আগুনে দগ্ধ চবি ছাত্রী

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ২১ মে ২০২২
চুলার আগুনে দগ্ধ চবি ছাত্রী

গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই ছাত্রীর নাম নিগার সুলতানা শাকী। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আইরিন পারভীন। তিনি সিভয়েসকে বলেন, এক ছাত্রী চুলার আগুনে দগ্ধ হয়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেকে পাঠিয়ে দিয়েছি। তবে দগ্ধের পরিমাণ তেমন আশঙ্কাজনক নয়। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং সংলগ্ন একটি ফ্ল্যাটে থাকেন নিগার। সেখানে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে অসাবধানতাবসত তার হাতে আগুন লেগে যায়। ঘটনার পর ফ্ল্যাটের অন্যান্য সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়