Cvoice24.com

চবিতে ৩ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর ভর্তির নামে হয়রানি: প্রতিবাদে মানববন্ধন

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ২৩ মে ২০২২
চবিতে ৩ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর ভর্তির নামে হয়রানি: প্রতিবাদে মানববন্ধন

চবিতে ৩ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর ভর্তির নামে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি না দেয়া এবং ভর্তি গ্রহণের নামে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধন থেকে তিন জনের ভর্তির ব্যাপারে প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা।

সেমবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জানা যায়, ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় মো. সোহেল রানা, উৎস সিদ্দিকী এবং মো. কাজিম উদ্দীন– এই তিনজন পরিক্ষার্থী জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্তৃপক্ষ তাদের ‘অপ্রতিবন্ধী শিক্ষার্থী’ বলে স্বীকৃতি দেওয়া হয়। এতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কোটায় ভর্তি হতে অসমর্থ হয় তারা।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘আমি জন্ম থেকেই চোখে দেখতে পাই না। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সরকারি সনদও আমার কাছে রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের মেডিকেল ত্রুটির জন্য আমি প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে পারছি না।’

মানববন্ধনে থার্ড আইয়ের প্রধান প্রশাসক মাশরুর ইশরাক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমের যান্ত্রিক ত্রুটির কারণে এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও ভর্তি হতে পারছে না। যা রীতিমতো অন্যায়। প্রশাসন বিষয়গুলো বুঝতে পেরেও কোন পদক্ষেপ নিচ্ছেনা। যা আমাদের হতাশ করেছে। এসনয় মানববন্ধন থেকে এই বিষয় সুরাহার জোর দাবি জানায় ইশরাক।’

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ওরা তিনজনই আমাদের কাছে এসেছে। ওদের কাগজপত্র জমা নিয়েছি আমরা। ভর্তি কমিটির সঙ্গে বিস্তারিত আলাপ করলেই বুঝতে পারবো ওদেরকে এখন ভর্তি করানো যাবে কি-না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়