Cvoice24.com

চবিতে পাহাড় ধস, ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে যেতে মাইকিং

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ২০ জুন ২০২২
চবিতে পাহাড় ধস, ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে যেতে মাইকিং

টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কয়েক জায়গায় ছোট-খাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুন) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে সতর্ক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক সিভয়েসকে বলেন, রাতে অবস্থা বুঝা যায়নি। ভোর রাত থেকে সব দিক ঘুরে আমরা পাঁচটি পাহাড়ে ধস দেখেছি। আমরা ক্যাম্পাসে মাইকিং করেছি, পাহাড় সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য। 

এর আগে টানা ভারী বর্ষণে রোববার রাত থেকে সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি পাহাড় ধসে পড়ে। উপড়ে যায় ৯টি গাছ ও ফাটল ধরেছে গ্যাসের লাইনে।

প্রসঙ্গত, বর্ষাকালে টানা বৃষ্টিতে বিভিন্ন সময় চবিতে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। গত ১৫ বছরে প্রাণ হারিয়েছেন অনেকেই। সর্বশেষ ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন মারা যান। 

সর্বশেষ

পাঠকপ্রিয়