Cvoice24.com

চবিতে আবেদনের সময় ফুরোচ্ছে কাল

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২ জুলাই ২০২২
চবিতে আবেদনের সময় ফুরোচ্ছে কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল ৩ জুলাই (রোববার) শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে দেশে বন্যা পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় আরও পাঁচদিন বাড়াতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আগামীকাল রোববার কিংবা সোমবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে ২ জুলাই (শনিবার) রাত ৮ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে আবেদন করেছে ১ লাখ ২৪ হাজার ২৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে ৪৬ হাজার ৩২১, ‘খ’ ইউনিটে ৩০ হাজার ৭২৪, ‘গ’ ইউনিটে ৯ হাজার ১২৭, ‘ঘ’ ইউনিটে ৩২ হাজার ৭৯৭, ‘বি-১’ ইউনিটে ২ হাজার ৫০১ ও 'ডি-১' ইউনিটে এ পর্যন্ত আবেদন পড়েছে ২ হাজার ৭৬৪টি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম সিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন।

আবেদনের সময় বাড়ানোর বিষয়ে জানতে চাইলে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে আবেদনের সময় আরও কয়েকদিন বাড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রোববারের পরে।

ইউনিট ভিত্তিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি:

‘এ’ ইউনিটের পরীক্ষা ১৬ ও ১৭ আগস্ট, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট, ‘বি ১’ উপ ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিট এবং ‘ডি ১’ উপ ইউনিটের পরীক্ষা ২৫ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিটে হবে।

আসনসংখ্যা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন আছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে। আর বাকি ৭৩৭টি আসন কোটায়।

ভর্তি প্রক্রিয়া:

প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে। এ ছাড়া জিপিএ এর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়