চবিতে আজ ৩ খাদকের প্রতিযোগিতা!
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদকদের প্রতিযোগিতা। এতে অংশ নিচ্ছেন ৩ খাদক । শনিবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিন প্রতিযোগী হলেন— পরিসংখ্যান বিভাগের রাহাতুল ইসলাম, বাংলা বিভাগের শুভ আহমেদ সাকিব ও শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের আব্দুল মোহাইমিনুর নূর।
আয়োজকরা জানান, শতাধিক আগ্রহী থেকে লটারির মাধ্যমে তিনজন খাদককে বাছাই করা হয়েছে৷ প্রত্যেকের জন্য এক কেজি চালের পোলাও, এক কেজি ওজনের মুরগি ও এক থেকে দেড় লিটার কোমল পানীয় থাকবে৷ সবার আগে যে এসব খাবার শেষ করতে পারবে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত
-সিভয়েস/এএ/পিবি