Cvoice24.com

১৩ ঘণ্টা পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২২
১৩ ঘণ্টা পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাত উপ-পক্ষের ডাকা অবরোধ ১৩ ঘণ্টা পর সাময়িক স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ স্থগিত করে ছয় উপগ্রুপ। মহিবুল হাসান নওফেল অনুসারী বাকি একটি উপগ্রুপ বিজয়ও আন্দোলন থেকে সরে এসেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

ছয় উপগ্রুপের অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে রেড সিগন্যাল গ্রুপের নেতা ও ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার বলেন, ‘আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশে আমাদের চলমান অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।’

বিজয় গ্রুপের নেতা ও উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র মোদক বলেন, ‘আমরা চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছি। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আমরা আন্দোলন থেকে সরে এসেছি। প্রথম থেকে কমিটি বর্ধিত হওয়ার দাবি জানিয়ে আসছি আমরা। কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হবো।’

এর আগে সোমবার সকাল সাড়ে ৭টা থেকে চলা অবরোধে বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। শহরে যেতে পারেনি শিক্ষকদের কোনো বাস। স্থগিত করা হয় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

সর্বশেষ

পাঠকপ্রিয়