Cvoice24.com

চবির আওয়ামীপন্থী হলুদ দলের নির্বাচন চায় ২০১ শিক্ষক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১২ নভেম্বর ২০২২
চবির আওয়ামীপন্থী হলুদ দলের নির্বাচন চায় ২০১ শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল। প্রতি দু’বছর পর পর সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর নির্বাচন হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সক্রিয় করতে সংগঠনটির নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন ২০১ জন শিক্ষক। 

দলের আহ্বায়ক বরাবর প্রেরিত এক আবেদনপত্রে বলা হয়, ২০১৭ সালে নির্বাচিত ১৫ জন সদস্যের মধ্যে ৬ জনই এখন দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে একদিকে এই কমিটি অপূর্ণাঙ্গ অপরদিকে মেয়াদোত্তীর্ণ। এমতাবস্থায় দলের কর্মকাণ্ড যথাযথভাবে পালিত হচ্ছে না। এদিকে দলের এই অবস্থার প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ অন্যান্য পর্ষদের নির্বাচনগুলোতে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা৷ 

তবে দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি স্বীকার করলেও আবেদনপত্রটি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। তিনি বলেন, এখানে স্বাক্ষরকারীদের মধ্যে এমন কাউকে কাউকে দেখতে পাচ্ছি যারা সংগঠনের কেউ নয়। তাদের বিষয়ে যাচাই বাছাই করে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছবো।

সর্বশেষ

পাঠকপ্রিয়